সম্পাদকীয়

 

তোমায় কি বসন্তদিনের উপমা বলব?
তুমি যে তাঁর চেয়েও সুন্দর, স্নিগ্ধ ।
প্রবল হাওয়া ঝরে পরে বসন্তের কুঁড়িরা ।
বসন্তদিন ক্ষণিকের । গ্রীষ্ম
প্রাণপুরুষের চোখ কখনো প্রখর,
কখনো তার স্বর্ণাভা স্তিমিত ।
সব দ্যুতি নিভে আসে,
সময়ের স্রোতে ভেসে ।
তোমার বসন্ত অমলিন, রঙে রঙিন ।
তোমার উজ্জ্বল গরিমা চিরন্তন ।
দাম্ভিক মৃত্যু নিজের ছায়ায় তোমায় জড়াতে পারবে না ।
এই কবিতার পংক্তিতে তুমি অবিনস্বর ।
যতদিন মানুষ আছে, তাঁর নি:শ্বাসের বাতাস আছে,
ততদিন কবিতা আছে আর তুমি আছ ।

উলিয়াম শেক্সপিয়ার ।

 

শেখ কবির সনেটের অনুবাদের এক ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র । প্রেমের দিনে এই চরম এবং পরম সত্য তো মনে করতেই হয় ।

প্রেম আসুক সমারোহে।

ইন্দ্রাণী ঘোষ 

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।