সম্পাদকীয়

ভরা শ্রাবণ মাস । এ বছর বৃষ্টি তেমন হয় নি । দক্ষিণ বঙ্গে বৃষ্টির আকাল । উত্তর বঙ্গ ,আসাম বৃষ্টি র মুখ দেখলেও , দক্ষিণ বঙ্গের লাল মাটি এখনো শুখা । এই সময় রবীন্দ্রনাথের ভাস্কর রামকিঙ্কর বেইজের কথা খুব মনে হয় । সেই গন্ধেশ্বরী নদীর প্লাবন । রামকৃষ্ণ মিশনের মহারাজের কথা । রামকৃষ্ণের ছবি নিয়ে মহারাজের সঙ্গে যোগাযোগ । মহাদেবের পুজোর মাস বলেই কিনা জানি না, মহাদেবের সাথে কালীর অনুসঙ্গ চলে আসে । মহাদেব , রামকৃষ্ণের আরাধ্যা মা কালী , শ্রাবণের মেঘ সকলেরই যে শ্যামলা বরণ । কোথায় গিয়ে সবাই মিলে যায় যেন, ঠিক ছবির মত ।

শুভেচ্ছা নিরন্তর ।

ইন্দ্রাণী ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।