সম্পাদকীয়

আজ সারা দুপুর ধরে দেখলাম নীল রেশমের ওড়নার ফালিরা জানলার গরাদ ফুড়ে ঢুকে এলো।ভাবলেম ” একি রে বাবা এখন কেন?এখন তো কালো রেশমের ঝুলির আসার কথা যাদের বুকে ভর্তি মুক্তো দানা” কথাটা বুঝি শুনে ফেললে। অমনি নীল থেকে তাঁরা হয়ে গেল ধূসর আর ধূসর থেকেই মখমলি কালো। ওই ‘ছিল বেড়াল হয়ে গেল রুমাল’ আর কি।
এফ. এম রেডিওর খোলা ঝরোখা দিয়ে জন্মদিনের মূর্ছনা। জন্মদিনের লাল ,নীল মোমবাতির তিরতিরে শিখায় একটি নাম কাঁপছে ” রাহুল দেব বর্মণ”।
আকণ্ঠ সুরের তৃষ্ণা নিয়ে বসে থাকি কে যেন ভিতর থেকে বলে ওঠে ” প্যায়াসি হু ম্যায় প্যায়সি রেহেনে দো ……।”
বর্ষা মানেই রাহুল দেব বর্মনের জন্মদিন ।