মার্গে অনন্য সম্মান ইন্দিরা দত্ত (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯৩
বিষয় – অনুরাগ
অনুরাগে প্রেম
জানি একদিন নিজের বলে করেছিলে সব দাবি,
একদিন এখানে সিক্ত স্পর্শে প্রেম খুঁজেছিলে তুমি।
জানি প্রিয় সেদিন তুমি ছিলে গো গ্রহীতা…
আমি যে দাতা !
অঞ্জলি ভরে দিয়েছিনু প্রেম অনুরাগে অণুরণনে অকাতরে তোমায় হৃদয় মন্দিরে।
প্রেম যমুনায় উঠেছিল অনুরণন।
স্মৃতির অ্যালবামে সাদা ক্যানভাসে এঁকেছি কত ছবি!
আমরা দুজনে করেছিনু পণ রচিব স্বর্গ তোমা সাথে অনুরাগে …
সে কি ছিল কেবলই মিথ্যা অভিনয়?
যৌবনমদে মত্তা আমি ভেসেছি জোয়ারে… খুঁজেছি মুক্তো সাগরের তলদেশে।
ফুল ফুটুক বা না ফুটুক সেদিন ছিল এক বসন্ত!
প্রহর শেষের আলোয় ছিল দারুণ চৈত্র মাস!
তোমার ওই দুই চোখের মাঝে ছিল আমার সর্বনাশ।
দিয়েছিলে প্রেমের উষ্ণতা, ভেসেছি প্রেম যমুনায় আমি।
আজ হায় জীবনের গোধূলীবেলায় এখন আমি এক ঝরাপাতা!
কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড… তছনছ আমার জীবন।
প্রয়োজন মিটে গেছে তোমার, আজ আমি এক পরিত্যক্ত চায়ের খুড়ি।
ভালোবাসার বালুচরে রয়েছে মোর কঙ্কালের স্তুপ।
আফশোস!কেবলই আফশোস…আজ আমি পরাজিত এক সৈনিক,
ভাঙ্গা মাস্তুলের উথালপাতাল সমুদ্রে ভেসে চলেছি একা… দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে,
ভীষণ ক্লান্ত আমি…. ঘুমোতে চাই চিরনিদ্রার দেশে।
নিজের বলে একদিন করেছিলে দাবি…. চেয়েছিলে প্রেম,
আজ আমি রিক্ত নিঃস্ব!
অধরা স্বপ্নেরা মোড়া রয়েছে ভুতুড়ে আলাপণে ,
তুমি আজ বেঁধেছো অন্য কোথাও বাসা! অণুরণনে অনুরাগে …
প্রেমের আগুনে পুড়ে হৃদয় হয়েছে অঙ্গার,
তোমার ওই অট্টহাসির আড়ে,
যে ক্ষতি করলে তুমি আমার, এমন ক্ষতি আর কারোর কোরো না।
আজ আমি অবহেলিত, তবু হৃদয়ে রয়েছে তোমার অনুরাগ অনুভবে…
মৃত্যুর অশনিসংকেত আসছে ধেয়ে,
বিদায় বন্ধু বিদায়…..