মার্গে অনন্য সম্মান ইন্দিরা দত্ত (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১২৩
বিষয় – পলাশ ফুল
পলাশের বনে
ছুটে আয় সবে আগুন লেগেছে ওই পলাশের বনে,
দখিনা পবন চুপি চুপি আজ রঙ লাগিয়েছে মনে।
কোয়েল দোয়েল বউ কথা কও গাইছে মধুর গান,
চারিদিকে আজ রূপের শোভায় ভরে ওঠে মন প্রাণ ।
মহুয়ার বনে বাজছে মাদল নেচে ওঠে ভাই মন,
চারিদিকে আজ বসন্ত হাসে শাল পিয়ালের বন।
দখিনা বাতাসে কিংশুক হাসে ছড়িয়ে রূপের ডালি,
প্রজাপতি আর মৌমাছিদের পরিমল দেয় ঢালি।
পলাশ ফুলের রক্তিম আভা হৃদয়ে আগুন জ্বলে,
প্রেমে প্রেমে আজ মাতোয়ারা সবে ফাগুন সে কথা বলে।
আগুন বরনে সাজে কিংশুক রাঙা আবিরের মত,
রঙ খেলিবারে ছুটে যায় সবে খুশি থাকে অবিরত।
ফাগুনের ফুল তুমি যে পলাশ ছুটে যাই তব পানে,
প্রাণ ভরে যায় বসন্তে আজ মিঠে কোকিলের তানে।
আম্রমুকুল গন্ধে আকুল সুবাস ছড়ায় বাগে,
বাসন্তিকার আবির ছোঁয়ায় প্রেম জাগে অনুরাগে।
বিরহী প্রেমিক প্রেমের আশায় স্বপ্নের জাল বোনে,
এসেছে হেথায় মধুমাস তাই কষ্টেতে দিন গোনে।
ঋতুর মেলায় বরণ ডালায় সাজিয়েছে রঙ যত,
শিমুল পলাশ দিশাহারা আজ পুলক জাগায় কত!