T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় ইলা চক্রবর্ত্তী

আমার দুগ্গা
কেমন পথের ধুলায়, লুটোপুটি খায়, মা’ দুগ্গা !
এই পায়ে ওই পায়ে ডিঙিয়ে যায় তাঁকে,
অকাতরে শরীর এলিয়ে, ঘুমায় মা’ আমার।
পথেই আরাম শয্যা!
ঠিক পাশেই মা’ কুকুর, তার প্রিয় ছানা নিয়ে,
একটু জায়গা করে ভাগাভাগি।
পচা, গলা, ডাস্টবিনের পাশে, এ কোন সাজসজ্জা !
মাটির প্রতিমা, সোনায় মোড়ানো,
বেনারসী শাড়ী, গায়েতে জড়ানো।
পথের দুগ্গা, কী দিয়ে ঢাকে, তার লজ্জা!
ধমনীতে যাঁর, লোহিত সাগর, সেই মায়ের চোখে রক্ত শ্রাবণ ধারা!
বুকের রক্তে, আলতা রাঙানো চরণ তাঁর, সীমন্তে সিঁদুর ভরা
এযে এক, মাটিতে লুটায়, আমার মা দুগ্গা!