এই বেশ আছি সহনশীলতার চরম অবস্থান আমার।
ঈশ্বরের কাছে প্রার্থনা শুধু কতো টুকু পারি নিতে,
যেনো সবটুকু বিষ পান করে মিশে যাই নীলকন্ঠ নীলে।
অবাক ছিলাম সেদিনও আজও আশ্চর্যের চরম শিখরে।
হারিয়ে যাই বার বার চেনা অচেনার ভীড়ে।
কি দিয়েছি কিবা পেলাম করিনি হিসাব কখনও,
জীবনটা আজ অনেক বড় প্রশ্ন চিহ্ন!
মৃত্যুটা বুঝি সরলরেখা !
বেঁচে থাকাটা আজ বাঁকা।
অভাবী মন কাঁদে সারাক্ষণ,
আর বুঝি ধরে গেলো না রাখা,
জানিনা অনুভূতি গুলো কবে মরেছে,
সৃজন করিনি বলে।
আজ শুধু বেঁচে আছি বেঁচে থাকার ছলে।