T3 || রবি আলোয় একাই ১০০ || সংখ্যায় ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল

পঁচিশে বৈশাখ
ছ্যাকরাগাড়ি ছুটছে কেমন ধুলো উড়িয়ে
দড়ির চাবুক পড়ছে পিঠে ঝালর সরিয়ে
বাস ছিল না, ট্রাম ছিল না, ছিল না মোটরগাড়ি
তাই তো আমি ছোটো থেকেই ঘোড়ায় চড়তে পারি।
বাবুরা তখন আপিস যেতেন, কষে তামাক টেনে
ছিল না কাজের হাঁসফাঁসানি, চলত নিয়ম মেনে
টিমটিমে ঐ আলোয় কেমন সবাই নিতাম পাঠ
হাই-এর সাথে ঘুমের ঢুলে পড়ায় দিতাম কাট।
বাড়ি যাওয়ার পথে কেমন ভূতের পেতাম ভয়
মনের কোণে আনাচ কানাচ কেমন যেন হয়
মায়ের কাছে গেলেই ছুটে ঘুম যে কোথায় যেত
বড় হয়ে মনে পড়ে কান্না অনেক পেত।
জীবনটা তাই নতুন করে লেখা-গানের-আঁক
সবার মাঝে এসে বসি পঁচিশে বৈশাখ।