T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়

আমার উমা
আকাশ থেকে ঝরে পড়ল হলুদ নক্ষত্র
তার রাতুল দুই পা
যেন দিব্য আলো ..
অযুত আলোকবর্ষ পার হয়ে
পার্থিব আঁচলে ধরা দিল।
আমার গৌরী কৌশিকী উমা —
মুক্ত মানবী তোর মা
কি তোকে দিতে পারি ওরে
একশ আটটি পদ্ম দেব একটি একটি করে ।
তুই আমার শাকম্ভরী উমা ,
তোর জন্য রেখে দেব
শালিধান , জলাভূমি, নবান্নের ঘ্রাণ
সবুজ ফসল ছুঁয়ে থাক
ইছামতী নদীটির তীরে।
আমার আদ্যা কন্যকা উমা
তোর সহজ লীলা নয় টি রূপ ধরে —
কাশের দোলায়
শিউলির রঙ মেখে
হিরন্য ভোরের দিকে
থাকিস তুই চেয়ে।
আমি হব মা বসুন্ধরা , তুই হবি মৃত্তিকার মেয়ে।