মেহেফিল -এ- শায়র হরলাল রায় সাগর (নির্বাচিত কবিতা)
পায়রার দৃশ্য
খোকা-খুকু আয় চলে যাই
পায়রা নদীর পাড়,
দেখব মোরা সেখানে রয়েছে
অপূর্ব সুন্দর।
মাঝি-মাল্লায় পাল তুলিয়া
ভাটিয়ালি গায়,
জোয়ার-ভাটায় চলছে দুলে
কোন সে সোনার গাঁয়।
আরও দেখব মোরা সবাই
জেলে ফেলে জাল,
নৌকা-জাহাজ বোঝাই দিয়ে
টানে কত মাল।
জলের উপর যখন পড়ে
প্রভাত মামার আলো,
বুকের মাঝে দেয় যে দোলা
লাগে তখন ভালো।
কলসি কাঁখে গাঁয়ের বধূ
জল আনিতে যায়,
গায়ের কাপড় খুলে তারা
পায়রার জলে নায়।
ছেলে-মেয়ে পায়রার বুকে
ভাসায় কলার ভেলা,
রবি মামা ডুবে গেলে
সাঙ্গ করে খেলা।