কবিতায় পদ্মা-যমুনা তে হাফিজুর রহমান

শেষ-বিকেলের গান

শেষ-বিকেলের ঠিক সূর্যাস্তের ক্ষণে
ভাবছিলাম বুঝি একলা মনে মনে,
হারালাম কিবা খেয়া-পারানির কড়ি
কে বুঝি হায় বুঝিয়ে দিতে তাড়াতাড়ি
কানে-কানে নৈঃশব্দে বললো এসে, শোনো–
মুহূর্ত-কালের নামতা-গুণক গোনো ;
দিন-ক্ষণ নয়, আজ-কাল নয়, কিছু–
মৃত্যু দ্যাখো ছুটছে তোমার পিছু পিছু…
জীবন-শেষের সময় যখন হবে
মরণ-ঘন্টার সমন শুনবে তবে–
সাঙ্গ হবে বেচা-কেনা, মৃত্যু-নদীতীরে
মাটির গহন-অন্ধকারে যাবে ফিরে।
সময় অমূল্য তাই জীবন-জঙ্গলে
বসে থাকা মৃত্যুতটে, অনিত্যের কোলে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।