কোভিড উনিশ বিশ ছাড়িয়ে এলো একুশে
খামখেয়ালি অবাধ চলে রেখেছি পুষে
দোষ কী বলো বিষ করোনার নিজেদের ভুলে
ধীরে ধীরে পৌঁছে গেছি মরণের কূলে
করোনার ঘা সারা দেহে বাঁচার উপায় নাই
লকডাউনকে পথ্য ভেবে উপায় খুঁজি তাই
বিধি নিষেধ লকডাউন হোক যেটাই বা বলো
ফলপ্রসূ ঠিক হবে যদি নিয়ম হয় ফলো
নইলে বৃথা তাবিজ ঔষধ করোনার কাছে
বিধি মেনে আল্লাহর নাম ডাকলে ফল আছে।