T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় হামিদুল ইসলাম

তুমি আমি পয়লা বৈশাখ
দুয়ারে দাঁড়িয়ে কথার বসত
ধূ ধূ তেপান্তর
নির্জন জনপদ জুড়ে বিষণ্ণ রোদ
নীরব রোদের কোলাহল ।।
পাখিদের আকাশ
হাওয়া শনশন
তোমার খোঁপায় গুঁজে দিই দুপুর
স্মৃতির ব্যালকনি জুড়ে অনন্ত স্বপ্নের ম ম সুবাস ।।
কবিতায় আঁকি তোমার নাম
অদূরে ট্রাম লাইনে পড়ে থাকে আধশোয়া বিকেল
দুহাতে তুলে নিই মায়া
তোমার বুকে এঁকে রাখি ভালোবাসার অমর কথন ।।
সব কথা হয় না বলা
কিছু কথা রাখি গোপন আলোয়
বারবার ফেলে আসি নস্যাৎ কথার অহল্যা বন্দর
বুকের ভেতর তুলে রাখি প্রিয়জন
তোমার আমার অনুস্বর বন্ধন ।।
বৃষ্টি নামে কথাঘরে
ভিজে যায় বানসাই মহবৎ
তুমি আমি এখনো একুশ। তুমি আমি পয়লা বৈশাখ ।।