কবিতায় হাসান ইমতিয়াজ

বেদনা বিদূর
চোখে মুখে ঘুম
পাঁকা কাঠালের ঘ্রাণ
কচি পাতা বিহঙ্গনীল
চারিদিকে ভাসিতেছে
উড়িতেছে
উড়ুক —
এই মিষ্টি রোদের দিনশেষে
তোমারে দেখার লাগি
ছটফটে মন —বুক
করিতেছে ধুকপুক!
তুমি নাই…
সেই তুমি বহুদিন গিয়াছ দূরে
কলাপাতার নূপুরে
যেইদিন তুলেছিল সুর
এমনও রাত করি পার
ভীষণ একাকী ভীষন বেদনা বিদূর!