প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে হরেকৃষ্ণ দে

এ মন ব্যাকুল তোমায় ঘিরে

দুটি চোখের খাঁজে তোমার নিঃশ্বাসের রং
বিদ্রোহ করে অহর্নিশ,
তুমি কী জানো
এ মন ব্যাকুল তোমায় ঘিরে!
স্পন্দনের আলপনায় হৃদয়ের মেঝে ভরেছে
অজানা টানে,
বাহাত্তর স্পন্দনে এক একটা মিনিট তোমার জন্য
সঞ্চালন করে চলেছি নিজস্ব কক্ষপথে৷
মুঠো মুঠো পলাশ বসন্ত বানিয়েছে
প্রথম কদম ফুটিয়েছে নব বর্ষার আলিঙ্গন
শাপলা শালুক পুকুর সাজিয়েছে
শরতের শিশির ভেজা ঘাসের উত্তরীয় উড়িয়ে—
এ মন বন্ধক রেখেছে তোমায় ঘিরে স্বপ্নের চড়া সুদে,
তবুও তোমায় সুদে আসলে পরিশোধ দিতে চাই
অন্তরের জলোচ্ছ্বাসে ৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।