—একটা কথা বলবো,কিছু মনে করবেন না তো
—আমিও একটা কথা বলবো ,আপনিও কিছু মনে করবেন না তো ?
—ঠিক আছে করবেন।আপনি কি এখনো রেগে ?
—কেন রেগে থাকবো কেন ?
—সকালে আমি যে ব্যবহার করেছি তাতে সেটাই স্বাভাবিক…
—তাহলে এবার কি দুঃখপ্রকাশ?দয়া করে সেটা করবেন না।
—সবাই যেমন একরকম নয়, তেমনি সবাই খারাপ ও নয়।
—এক মিনিট দাড়ান।এটা নিয়ে যান।
হাত বাড়িয়ে খামটা নিল হিরন্ময়।
অটো রিকশা ছেড়ে দিল।উর্মিমালা চলে যাচ্ছে।
রাস্তার দুধারে আজ অসংখ্য জোনাকি, শিমুল পলাশ।জ্বলছে নিভছে।
আকাশের তারাদের সঙ্গে বুঝি আলোর কম্পিটিশন।
হিরন্ময় ভাবলো একটু দেখে গেলে কেমন হয় ?