অক্ষত দুপায়ে এগিয়ে আসছে কেউ
এ খেলা পুরুষের খেলা
খেলা শেষ হলে মনে রাখবে না কেউ
সবুজ ঘাসের মাঠ ,শূন্য গ্যালারি
বাদামের খোসা, প্রথম দিনের মতো শুধু এক
মায়াবী সুন্দরীর খোঁজ চলবে
তখন তুমি পালাবার পথ পাবে না
ঋষি হলেও পুরুষ তো বটে
কেউ মাতৃপরিচয় জানবে না তোমার মা যে শুধু
গর্ভধারণের আধার
অপেক্ষা করবে ছেলেরা কবে বড়ো হবে, পাপীয়সী, তারাও যে তখন এক একটা
আস্তপুরুষ …শেষ সম্বল তবে কি জঙ্গল?
বাঘ ভল্লুক শেয়াল কুকুরদের জগৎ মানুষের সমাজের চেয়ে হীন কিছু ?
ভাবো তুমি, বিশ্বসুন্দরী
ভাবতে থাকো সেও কিন্তু পুরুষের চোখে…