ধ্রপদী কবিতায় হীরক বন্দ্যোপাধ্যায়

১৯| এপিঠ ওপিঠ

দাতা গ্রহীতার সঙ্গে দিনযাপন করছি
প্রতিটি মুহূর্ত তবু এতটা নতুন
কিছুতেই কিছু হয় না, বাজারে কসাই
আর হাসপাতালে নার্স
সরকার বাহাদুর , সমস্ত দলই তো
একই মুদ্রার দুই পিঠ
রেললাইন, শতাব্দী রাজধানী কালকা মেল।
এই যা তফাৎ।
প্রথমে চাকার গল্প
প্রথমে আগুন
শুধুমাত্র প্রাণী নয়, উদ্ভিদের ও প্রাণ আছে
এসব পাঠ‍্য বইয়ে রাখো।
অযথা কেন, কেন শিশুকে বোঝাও
প্রার্থনাগৃহ, সমাধিক্ষেত্র
সবইতো মুদ্রার এপিঠ ওপিঠ…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।