|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় হরিৎ বন্দ্যোপাধ্যায়

বিকেলের বারান্দায়
আমাদের চোখের সামনে দিয়েই মেঘ এলো
রঙের ওপর রঙ চাপিয়ে কালো হলো
বাক্য তো দূরের কথা
মেঘ নিয়ে একটা শব্দও আমরা উচ্চারণ করি নি
মুষলধারে যখন বৃষ্টি শুরু হলো
তখনও বিকেলের বারান্দায় আমরা চুপ বসে আছি
আমাদের পাড়ায় শেষ কবে বৃষ্টি হয়েছিল মনে নেই
মেঘ পড়ার চোখের জোরও আজ আর নেই
সকাল থেকে এখন সোজা গন্তব্যের পথে
মাঝে কোথাও কোনো স্টপেজ নেই ।