কবিতায় গীতশ্রী সিনহা

নিরুদ্দেশ
সূর্যের দোসর হবো বলে রাত উৎসবের অলিন্দের আলো
অবজ্ঞা করে সূর্যমুখীর মতো নিজেকে মেলেছি…
সময়ের দাসত্ব- ভিখারী, বাতাসের কুটিল দীর্ঘশ্বাস
আ-দিগন্ত রাত্রির বন্দনায় প্রদীপের শিখার দিকে
হাত বাড়ালে কিছুতেই খুঁজে পাই না
প্রয়োজনীয় প্রিয় টুকিটাকি,
সৌখিন কলম
দারুণ বর্ষার দিনে প্রিয় বর্ষাতি,
অলস মধ্যাহ্ন কাটাবার সময়
সেই-ই কতদিন আগের জমা রোদ্দুর
প্রিয়জনের রঙিন খামে গচ্ছিত চিঠি
সান্ধ্য ভ্রমণের মুহূর্তে
স্মৃতিময় সুগন্ধি রুমাল
যা যা ঠিক ঠিক সময়ে
হাতের কাছে পাওয়া দরকার
কিছুই খুঁজে পাই না।
নিজস্ব গোপন মুহূর্তে
শৈশবের লুকানো খেলনার বাক্স
নতুন বাড়ি সাজাবার সময়
মৃতা মায়ের হাতের শিল্প কাজ
উৎসবের দিনে দাদুর দেওয়া
জন্মদিনের উপহার— আংটি
সমস্তই হাতের কাছ থেকে
কেমন নিরুদ্দেশ হয়ে যায়!
হাত বাড়ালে সব ফাঁকা…
নির্লিপ্তের মতো চেয়ে থাকি
জীবনের বাঁকে বাঁকে… ক্লান্ত অন্ধকার খুঁজি।