অণুগল্পে গৌরীশঙ্কর সিংহ

প্রজাপতি
একঝাঁক প্রজাপতি সামনে দিয়ে উড়ে গেলো।এটা কি ফাগুনমাস। হলুদাভ মুখে অনুশ্রী কথাটা বলে মিষ্টি হাসলো।
-দেখো আমি তোমার কাছে সময় চেয়েছি।
কোলে মাথা রেখেই সুগতর উত্তর ও দীর্ঘনিঃশ্বাসের বাতাস হারিয়ে গেলো শালবনে চোরা পথে।
এখানে আগেও এসেছে ওরা শুরু আর শেষের আগে আর ও একবার।নিঃশব্দতা ভেঙে বুলবুলি শিস দিল।কোথা থেকে হু হু করে দমকা বাতাস উড়িয়ে দিলো চুল।সুগত বলল
– তৈরী আছো তো? মন ও মননে?
অনুশ্রী সুগতর মাথায় হাত বুলিয়ে বললো
আমার যে সব দিতে হবে সে তো আমার জানা..