T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় গোবিন্দ মোদক

পুজোর ছড়া

আলুক-ফালুক পদ্ম শালুক

নদীর ধারে কাশ,

শিউলি টগর স্থলপদ্ম

এলো শারদ মাস।

উশুম-কুসুম ভোরের শিশির

ঝরে ঘাসের বুকে,

সূর্যালোকে মুক্তো-কণা

হাসে শারদ সুখে।

এতোল-বেতোল পেঁজা মেঘ

নীলাকাশের তলে,

শারদ বাতাস হাতছানি দেয়

সতেজ পানিফলে।

ডুডুম-ডাডুম ঢাকের বোলে

“মা” যে বসেন পাটে,

ধনী গরিব খুশি সবাই

আনন্দের এই হাটে॥

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।