কবিতায় গোবিন্দ মোদক

আগুন মানে আগুনই
আগুন মানে আগুন
সেইসঙ্গে কিছুটা ধোঁয়া
কিছুটা লেলিহান হলকা
তাপ, উত্তাপ, বিকিরণের ব্যাকরণ
অথবা গনগনে আঁচ
অভিমানের রকমফের
দপ্ করে জ্বলে ওঠার শব্দ
অথবা ফুস্ করে নিভে যাওয়ার।
আগুন কখনও বা আগুনখেকো
যেখানে বিপন্নতা আর অসহায়তা
যেখানে জলের কোনও ভূমিকা নেই
বরং অনেকটাই অক্সিজেন
আর তোমার-আমার ইন্ধন!