• Uncategorized
  • 0

কবিতায় বলরুমে জি কে নাথ

সে আসছে

অভিলাষসিক্ত হিরণ্য মুখের ছায়ায় বেড়ে ওঠে এখন মেঠোপৃথিবীর বুকে আধশোয়া শরীরী কুসুম গন্ধ
সে আসছে
বিকেল ছুটির মতো ভেসে যায় যত স্মৃতি জলের তলায় স্বচ্ছ ছায়ার জলপাথরে তিরতির
সে আসছে
ভোররাতের জলছবির এলবাম এই পাতাঝরা হেমন্ত হলুদ অরণ্যের ঘরসংসার ছেড়ে মফস্বল নৌকায় ভেসে যায় চেরা জিভের নদীপথে ওই
সে আসছে
আবছা হাওয়াপথে শহর শেষে একটা ভেজানো জানালায় জেগে ওঠে শীতঘুমে ছা পোষা তেইশ বছরের তরুণ চারদিকে বিষণ্নতায় সাড়া জাগিয়ে
সে আসছে
দেওয়ালে দেওয়ালে টাঙানো একরঙে মেলানো নিজেদের আপসের সাথে মেলানো জীবনের জটিল খেলাচিত্র ,তেলচিটে
সে আসছে
নিকেল গুঁড়োর ধুলোয় ঢেকে যায় বুক ছুঁয়ে সুখের কথা ,তবুও ওপথে ফিরছে রাতের ডালপালা সরিয়ে অব্যক্ত ঝড়ের ক্লান্তি
সে আসছে
সূর্যাস্ত পৃথিবীর দিকে যাই প্রতিরাতে নামহীন চিরন্তন প্রেয়সী চন্দ্রাহত নারীনদীর কাছে আভরণহীন আদুল গায়ে
সে আসছে
আড়মোড়া ভেঙে মেঠো গন্ধে ভরা তোমার গোবেচারা শরীর এপাশ ওপাশ করছে ঘনচুলের মতো বেড়ে ওঠা প্রবাহের দিকে
সে আসছে
নিজস্ব এলোমেলো হাওয়ায় জলমাখা স্মরণের বিগ্রহ ভেসে যায় তেলকালি ধুঁয়ে একান্নবর্তী মায়ের বাড়ির পথে
সে আসছে
গ্রামীণ সন্ধ্যার পথ মাড়িয়ে কতযুগ হাঁটতে হাঁটতে মায়াশরীরের পোশাক খুলে বেরিয়ে আসে নিজের শরীরে জীবনযাত্রার চিত্রপটে আঁকা পুনর্জন্ম
সে আসছে
টেনে নিয়ে যাওয়া আধভেজা প্রান্তিক আশ্বাসের রুপোলি চাঁদনী জঙ্গল পেরোনো অবয়বহীন নিভৃতে তন্ত্রসাধনার রুক্ষতায় ঝরে যায় সরীসৃপের মতো রহস্য গোপন দীর্ঘ পেক্ষাপট
সে আসছে
দিনান্তের সমস্ত চোখ বাঁধা আলোচশমার অন্তরালে ছড়িয়ে যাচ্ছে ,উড়ে যাচ্ছে ধোঁয়ায় দু হাতে ছেঁড়া সান্ত্বনার কালখন্ড , ভারতবর্ষের মানচিত্র ছাই- ভস্ম
সে আসছে
রাতজাগা তারার জাল ছড়িয়ে পড়ছে ক্রমশ দ্রুত হাইওয়ে পেরিয়ে পুকুরে ডোবা আদাড়েবাদাড় ছাড়িয়ে পুরানো সেই সত্তরের রক্তাক্ত নকশাল শরীরের গুহাগর্ত ছাড়িয়ে অমাবস্যার মাঠ পেরিয়ে অসীমের অচিন শূন্যে
সে আসছে
সে আসছে এবার নেমে ঘুমের দেশে ধীরপদে বৈপরীত্যময় বিচ্ছিন্ন জীবন কাঠামোয় রুপোলি জোছনার রাজকীয় পোশাকে ,ওই মানবমাটির কোমল চিবুকে আত্মভোলা ভবঘুরে এক চাঁদের বেশে
সে এসেছে
সে এসে পড়েছে না বয়স বাড়া পৃথিবীর দিকে মানুষ পুতুলের দেশে জটিলতায় ভাগ হয়ে যাওয়া জীবনের অসংখ্য পথে ,যত্রতত্র ……
সে ও আমি
এখন ঘুমের পাড়ায় বাড়ির পথে নারকেল পাতার ফাঁকে লুকোচুরি খেলছি হাওয়ায় দুলে দুলে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।