কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

মানুষেরা এখন একা
মানুষ এখন একা, ভীষণ একা!
অমানুষেরা থাকে
পশুদের মতো দলবদ্ধ ভাবে,
দলই ওদের শক্তি ।
মানুষের কোনো দল নেই!
কারণ দলে থাকতে হলে
নীতিহীন হতে হয় অথচ
মানুষের তো নীতি থাকে,
থাকে মূল্যবোধ।
নীতিহীন হলে আর মূল্যবোধ হারালে
তখন মানুষ আর মানুষ থাকে না!
অথচ দ্যাখো, বলা হয় মানুষ
সামাজিক জীব কিন্তু মানুষ কী
এখন আর সামাজিক আছে?
অসামাজিকতা আর অন্যায়ের স্রোতে
গা ভাসিয়ে দিয়ে মানুষ এখন
শিখেছে দলবদ্ধতা,
যেভাবে হিংস্র হায়েনার দল থাকে!
তাই প্রকৃত মানুষ এখন ভীষণ একা,
একলা রাতের তারাদের মতো একা,
নিঃসীম অন্ধকার রাতের মতোই
ভীষণ একা, একা এবং একা!