কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

সবাই মানুষ নয়, কেউ কেউ মানুষ
মানুষের শরীরে ইদানিং আমি
কুকুরের মতো লোভী চকচকে
জিহবা বের করা দেখতে দেখতে
হাঁপিয়ে উঠেছি ভীষণ!
আমি দেখতে না চাইলেও
কেমন করে যে ওরা
আমার সামনে চলে এসে
মনখারাপ করে দ্যায় বুঝিনা !
থাক না তোরা সারমেয় সমাজেই,
শুধু শুধু কেনো যে মানুষের শরীরে এলি!
আবার পশুদের ভিতরেও আমি
গভীর মমত্ববোধ দেখে আশ্চর্য হয়েছি
ভীষণ যা থাকা প্রয়োজন ছিলো
মানুষের ভিতরে অথচ এখন নেই!
মাঝেমাঝে তাই নিজেকেই প্রশ্ন করি
তাহলে কি ব্যাপারটা এমনই!
“সবাই মানুষ নয়, কেউ কেউ মানুষ!”