কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

একটা চুমুর জন্য কাঙালপনা
তোমার শুধুমাত্র একটা চুমুর জন্য
আমার কাঙালপনা গেলো না!
মাত্র একটা প্রগাঢ় চুম্বনের জন্য
কারবালার তৃষ্ণা
লেগে থাকে সারাক্ষণ!
শুধুমাত্র তোমার একটা দীর্ঘ চুমু
না পাবার জন্য জন্য আমার অভিমান
এক আকাশ ভাঙা শ্রাবণের
সঘন মেঘ থেকে বৃষ্টি হয়ে
আমার উঠোনে বন্যা বইয়ে দেয়!
বিশ্বাস করো, শুধুমাত্র তোমার একটা
চুমুর জন্য আমার মনের ভিতরে
তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে গিয়ে
সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়!
বিশ্বাস করো, ভালোবেসে শুধুমাত্র
একটা চুমু দিলেই এইসব
যুদ্ধবাজ দেশ গুলো যুদ্ধ ভুলে গিয়ে
ভালোবাসতে শুরু করবে পরষ্পরকে!
ওরা সবাই তখন ফুল এবং
সুগন্ধি দ্রব্যের ব্যবসা করে
মুনাফা লুটবে বিশ্বময়।
ভালোবেসে শুধুমাত্র একটা চুমু
দিলেই আমার পৃথিবীতে বসন্তকাল
থাকবে ছয়মাস জুড়ে!
তাই শুধুমাত্রই তো একটা!
একটা চুমু চাই প্রিয়তমা আমার –
দীর্ঘ এবং প্রগাঢ় আবেগময়!