কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

কিছু কথা, কিছু গান
কিছু কথা মনখারাপ করা
ঘন কালো কিংবা সাদা মেঘের মতো
ভেসে বেড়ায় আকাশে বাতাসে,
কিছু গান নিজেরই অজান্তেই
গুনগুনিয়ে শুনিয়ে যায় কানে কানে।
কিছু কথা ভীষণ খুশির কারণ হয়ে
তোলপাড় করে হৃদয়ে,
কিছু গান শুনতে শুনতে একদিন
হঠাৎ করেই যায় সত্যি হয়ে।
কিছু কথা গুনগুন শব্দে
সুর তোলে গানের কলি হয়ে,
কিছু গানের রেশ কাটে না
গভীর আবেশে বু্ঁজে আসা চোখে।