হৈচৈ ছড়ায় গৌর গোপাল পাল

আবোল – তাবোল
দূর গগনে উড়ছে পাখি
বসছে ফড়িং ঘাসে!
খোকনসোনায় যত ডাকি
তাও না কাছে আসে!!
প্রজাপতির রঙিন পাখা
দেখতে ভারি লাগে!
রঙবেরঙের ছবি আঁকা
মনে পুলক জাগে!!
খালের জলে লাফাচ্ছে চ্যাং
ডাঙায় ওঠে কই!
ঢোরা সাপটা ধরেছে ব্যাং
কাছিম ছোটে ওই!!
বাবুই পাখি বুনছে বাসা
তাল পাতাতে বসে!
বুননটা তার বড্ড খাসা
তাই পড়ে না খসে!!