কবিতায় গীতালি ঘোষ

আঁধার ঘরের বিষণ্নতা
একটা আধোছায়া ঘরের মাঝে
জীবনের নিত্য লীলা…
তোমার-আমার রোজনামচা,
কোথায় বা সেই জোয়ার?
সময়ের স্রোতে
একটা একটা করে মুহূর্ত
আঙুলের ফাঁক দিয়ে গলে যায়।
সুখ-দুখ আর নতুন করে
তুফান তোলে না।
তবে কি আমরা হারিয়ে গেলাম?
শুধুমাত্র প্রাত্যহিক
আমাদের বেঁধে রেখেছে
পারস্পরিক জীবনের আবছায়াতে?
মনে পড়ে যায়, রঙিন বাসন্তী বিকেল,
শ্রাবণী সকাল, উত্তরের হাওয়ায়
আঁচল উড়িয়ে
কোয়েলের ধারের উদ্দামতা!
জীবনের শত ওঠা-পড়ায়,
হাতে হাত ধরে শত বন্ধন!
পৃথিবীর প্রাচীনতম অঙ্গীকার…
ভালোবাসা!
চলার পথে নান্দনিক ধ্বজার
উত্তোলনে পারস্পরিক বোঝাপড়া!
তারুণ্যের উচ্ছ্বাসে সেই স্রোত
নিবিড় ব্যাকুলতায় ঘূর্ণায়মান!
মনে পড়ে যায়, অন্ধকার আকাশে
তারার আলিঙ্গন।
নির্ভয় নির্ভরতা…
মনের ভিতরে রঙ-তুলির আনাগোনা!
দৈনন্দিনের উত্তাল আক্রমণে
আমার এই আধোছায়া ঘরে
হারিয়ে যায় রঙিন আলো।
আজ জীবনের মুহূর্তগুলো
বায়ুহীন, নিষ্কম্প নিশীথে
আক্রান্ত, নির্মম বিষণ্নতায়!!