কবিতায় স্বর্ণযুগে গোবিন্দ ব্যানার্জী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সন্ধ্যার কাছাকাছি
তুমি ভুল করে
অনেকটা আগে থেমেছিলে সৌম্য
তাম্রলিপ্ত শহর ছিল
আরো একটু নির্জন সন্ধ্যার কাছাকাছি।
সন্ধ্যাকে ভয় পাও তুমি
তাই বর্গভীমা মন্দিরের সিঁড়িতে শুয়ে
চোখ বুজেছিলে নির্বিকার,
ভ্রমণার্থীর পোশাক পরিয়ে
পৃথিবীর মানচিত্র এঁকে দিলে
আমার হাতের তালুতে,
পাথেয় দিলে না।
তোমার বোজা চোখের নির্মম ছুঁয়ে
চাঁদ তখন টপকে গেছে আকাশের সীমা।
এখন তো আর সন্ধ্যা হলে
রাজার ঘরে শাঁখ বাজে না,
প্রদীপ জ্বলে না,
তবু পুরসুন্দরীর পায়ের খস্ খস্ শব্দ শুনতেই
তুমি কান পেতেছিলে সরোবরের জলে,
আর আমি,
ক্যামেরার কাঁচে চোখ রেখে
ভাঙা প্রাসাদের কঙ্কাল ঠেলে ঠেলে
খুঁজে বেড়াচ্ছিলাম প্রাগৈতিহাসিক যাপন দৃশ্য।