T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় গৌতম বাড়ই

নিঃশেষিত দরগার কাছে চিঠি

প্রিয়বন্ধু
আমরা বড় হয়েছি বলছিস! এই বড় হতে হতে কত কী হারাচ্ছি দেখ। সেই মেঘের গায়ে আঁকিবুঁকি বল্গাহরিণ, ভাল্লুক, বনমোষ কতকিছু। প্রথমেই হারিয়েছি সহজপাঠ, তারপর একে একে সত্যজিৎ, শক্তি, সুনীল, সমরেশের দুই, এই তো সেদিন শঙ্খ ঘোষ এবং সৌমিত্র বাবুকেও। হারিয়েছি কারণ তাদের পুরানো যতকিছু পড়ে থাকলেও নতুন কিছু তো আর পাব না! যাদের ছাড়া বেঁচে থাকব কোনদিনও ভাবিনি,সেইসব প্রিয়জন তারাও একে একে চলে গেলেন আকাশের অসীম নীলে । শুধু মেঘমুক্ত সন্ধে আকাশে তারা হয়ে তারা জ্বলে বলে জেনেছি। কদিন আগেই হারালাম উস্তাদ রাশিদ খানকে। তার রাগকন্ঠে খান খান হল চারিধার। সবচেয়ে কষ্টকর, একদিন তো আমি নিজেকেই নিজে হারিয়ে ফেলব চিরতরে। কেউ কখনও চিনে রাখে না রাতের আকাশের সেই নতুন তারাদের। আমি তোদের বেশ ভালো করে মনে গেঁথে রাখব বন্ধু। এবার থেকে কাছের লোকেদের আরও নিকটে এসে দেখব, যা আমি কোনদিনও দেখিনি দুচোখের হৃদয় দিয়ে। দেখতে চাই মনভরে আমার বাংলাদেশকে। হয়ত সেখানে বিসমিল্লাহির সানাই বাজবে করুণসুরে! আজ অমর একুশের দিনে এক নির্ভেজাল অঙ্গীকার আমার।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।