T3 || কোজাগরী || বিশেষ সংখ্যায় ফটিক চৌধুরী

একটি স্বপ্ন
কখনো তো হতে পারে আমার স্বপ্ন
সত্যি হয়ে গেল একদিন
একদিন বসতে এলে আমার দাওয়ায়
আর ফিরে গেলে না।
স্বপ্ন সত্যি হলে কোজাগরী পূর্ণিমায়
জ্যোৎস্না ফোটে চারদিকে।
দরজা খোলা থাকলে লক্ষ্মী আসে ঘরে
তাই তো রাত জেগে বসে থাকা
তাই কি তুমি এলে, ফিরে গেলে না !
জ্যোৎস্না শাসন করে যে পূর্ণিমা
সেও ভুলে যায় তার ক্ষমতা
আলোর উদ্ভাসে থাকে আনন্দের বিচ্ছুরণ
ফুটফুটে জ্যোৎস্নায় থাকে অপার স্নিগ্ধতা।
দরজা খোলা রাখি লক্ষ্মী আসুক ঘরে
আমার একটি স্বপ্ন না হয় সত্যিই হল !