ধারাবাহিক কিশোর উপন্যাসে এ এফ এম সেবগাতুল্লা (অন্তিম পর্ব)

সাবির সুবীর ও মাতলা নদী 

তবে জানা যাচ্ছে ক্যানিং টাউনে সর্বপ্রথম ছাব্বিশটা জাহাজ আসে। যার মধ্যে ঝড়ের মুখে পড়ার জন্য দুটির সন্ধান পাওয়া যায়নি। সে যাই হোক, প্রতাপাদিত্যের যে দুর্গের ঐতিহাসিক ভাবে সন্ধান মেলে তার নাম হায়দারগড় দুর্গ। এই দুর্গ কোনও কোনও বইতে লেখা আছে মাতলা দুর্গ, কোনও কোনও বইতে হায়দারগড়, আবার কোনও বইতে আমঝাড়া, তবে আমঝাড়া স্থানিয় নামের পরিচয়ক। যশোর খুলনা গ্রন্থের লেখক সতীশচন্দ্র মিত্র দুর্গের যে তালিকা দিয়েছেন তাতে হায়দারগড় নামের উল্লেখ আছে। আমঝাড়া গ্রামের পাশেই হেদিয়ার আবাদ নামে একটি গ্রাম আছে অনুমান করা হয় ওটাই হায়দারগড় নামের অপভ্রংস।

সাবির সুবীররের দেখানো পথেই বিস্ববিদ্যালয়ের গবেষকরা এগোচ্ছেন। সাবির যে জায়গায় মাটি খুঁড়ে ইটের গাথনি মতো একটি জিনিস আবিষ্কার করেছিল খনন কাজের ফলে, পরে দিব্যেন্দু কাকা মনে করেছিলেন ওটা সুন্দরবন এমব্যাঙ্কমেন্ট। এতদিন ধরে নেয়া হয়েছিল ওটাই সুন্দরবন এমব্যাঙ্কমেন্ট ।ওরা যখন ওই জায়গাটা গবেষকদের দেখায় তখন গবেষকরা উৎসাহের সাথে খনন কাজ করতে থাকে। তবে ক্রমে যে ফলাফল আসতে থাকে তা বেশ যুগান্তকারী।

গবেষনায় জানা যায়, যে জায়গাটায় সুন্দরবন এমব্যাঙ্কমেন্টের সন্ধান পাওয়া গেছিল সেটা এমব্যাঙ্কমেন্ট নয়। ইট আর মটির মিস্রনে একটা বিরাট গৃহ বিশেষ! তবে কি ওটাই প্রতাপাদিত্যের দুর্গ? গবেষকরা এ ব্যাপারে নানা মত পোষন করছে। কেউ কেউ বলছেন প্রতাপাদিত্যের দুর্গ ছিল মাটির তৈরি , এখনো পর্যন্ত সেটা টিকে থাকা বেশ কষ্ট কল্পনা। আবার কারও মতে ওটাই প্রতাপাদিত্যের দুর্গ! তবে সব পক্ষই সাবির সুবীরকে স্থানটির আবিস্কারক হিসেবে মর্যাদা দান করেছে। আর জাহাজের ব্যাপারে জানা গেল ওই জাহাজটা যে ক্যানিং বন্দরে আসা প্রথম জাহাজদের সাথে এসেছিল যা পরে ঝড়ের কবলে পড়ে বলে জানা যায় আর পরে তা অদৃশ্য হয়ে যায়। তবে বিস্তারিত জানতে আরও সময়ের প্রয়োজন।

তবে একটা খবর দেই। অধিকাংশ গবেষকরা পরে মনে করেছেন আমঝাড়া গ্রামে যে দুর্গ আবিস্কৃত হয়েছে ওটাই মাতলা দুর্গ বা হায়দারগড় দুর্গ। কারণ আমঝাড়ার পাশেই হেদিয়ার আবাদ। আর মূল আবস্কারক আমাদের সাবির আহমেদ আর সুবীর চ্যাটার্জি
। স্থানিয় প্রশাসন আর শিক্ষানুরাগীগন সিধান্ত নিয়েছেন এই ঐতিহাসিক স্থলে সাবির – সুবীরের নামে একটি নামফলক প্রতিষ্ঠা করার। আর হ্যাঁ একটা খবর দেই, আজ রাতে একটি বিখ্যাত চ্যানেলে কালিকাপুরের সাবির আর সুবীর কে নিয়ে টকশো এর আয়োজন করা হয়েছে। কি ভাবে বেড়াতে যাওয়া হল, কিভাবে ডাকাত দলের খপ্পরে ওরা পড়ল, আর কংকাল আবিস্কারের সাথে সাথে আমঝাড়া গ্রামের সেই দাদু কিভাবে জড়িয়ে গেল। আর জাহাজ আর দুর্গ আবিস্কারের গল্পতো থাকবেই। সাবির সুবীরের এলাকার গ্রাম বেনিয়াবউ, ভাঁটা, সাউথগরিয়া থেকে শুরু করে ওদের কলকাতার বন্ধুবান্ধবরা সবাই আজ টিভিমুখি হবে। তোমরাও টকশোটি দেখতে ভুলনা যেন।

সমাপ্ত

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।