রূপান্তরকামী আইনজীবী মেঘ সায়ন্তনী ঘোষ ও তাঁর নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র ‘রুদ্রপলাশ’ এর আয়োজন ‘ঋতু উৎসব ২০১৯’

মানবসভ্যতার বিভিন্ন সমাজব্যবস্থায় লিখিত ইতিহাসের সমগ্র সময়কাল জুড়ে রূপান্তরকামিতা বিদেশে বহুল প্রচলিত থাকলেও ভারতে এর খুব একটা প্রচলন ছিল না৷ কিন্তু বর্তমান ভারতেও এর পূর্ণ পরিসর আছে৷ এই রূপান্তরকামীরা সমকামী সম্পর্কের চেয়ে বিপরীতকামী সম্পর্কের প্রতি বেশী আকৃষ্ট হয়৷ এই সমকামী রূপান্তরকামীদের অবমাননা না করে এদেরও সমাজে স্ব-সম্মানে গ্রহণ করা উচিত৷ আগামী ৩ সেপ্টেম্বর,’১৯, মঙ্গলবার, বিকেল ৪টায়, আই সি সি আর হলে রূপান্তরকামীরা শ্রদ্ধেয় ঋতুপর্ণ ঘোষকে সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চলেছে৷ তাঁরা অনুরোধ করেছেন সকলকে এই অনুষ্ঠানটি দেখার জন্য এবং এর পাশাপাশি সকল রূপান্তরকামীদের শ্রদ্ধা ও সম্মান করার অনুরোধ রইল৷
এনারাও সমজে সমান অধিকার পাবার যোগ্যতা রাখেন৷ রূপান্তরকামী আইনজীবী মেঘ সায়ন্তন ঘোষ ও তাঁর নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র ‘রুদ্রপলাশ’ এই অনুষ্ঠানের আয়োজক।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।