কবিতায় দেবযানী সেনগুপ্ত

একটা সাদা গোলাপ দিও
একটা সাদা গোলাপ দিও,
যখন বিরহের বাঁশি বাজবে বুকে,
নরম ছায়া নামবে ঘাটে ঘাটে,
ধূপের সিঁড়ি বেয়ে উঠে যাবো,
ঐ নীল আকাশে!
বাতাসে ঘুরবে না আমার নাম,
একগোছা সাদা রজনীগন্ধা,
থাকবে আমার স্মৃতি তরে,
একটা সাদা গোলাপ এনো,
পাথর চোখের দৃষ্টি দিয়ে দেখবো তোমাদের,
মায়া মমতার অমোঘ টান,
ভালোবাসার চাঁদ সূর্য্য সব ছিন্ন,
আগুনের পরশমণি জ্বলবে প্রাণে,
তখন একটা সাদা গোলাপ দিও।
না ফেলো না দুফোঁটা চোখের জল,
আমি তো থাকবো কাছেই,
শুধুই অন্তরে, ব্যাকুলতাকে ঘিরে,
একা একা থাকবে যখন তুমি,
লাগবে না কিছুই আর ভালো
গীতাঞ্জলির পাতার উপর থেকে,
মুখটি তুলে দেখ আমায় চেয়ে,
তখন না হয় দিও একখানি সাদা গোলাপ,
নেবো হাসি মুখে, রাখবো তারে সুখে,
এবারে আমি হাসবো অনেক,
ভাসবো আনন্দ ধারায়,
সন্ধ্যাবেলায় গরম পেয়ালায়,
চুমুক দেবে তুমি….
স্মৃতির পাতা থেকে উঠে এসে,
বসবো তোমার পাশে, পাবে এক অমোঘ ঘ্রাণ, ধূপের ছায়ায় মিশে,
তখন কিন্তু, একটি সাদা গোলাপ এনো গো আমার জন্য॥