কবিতায় দেবযানী সেনগুপ্ত

ফিরে পেতে চাই
যে সন্ধ্যায় তুমি গেছো চলে,
সে সন্ধ্যায় ফিরে নাকো পাখি নীড়ে তার,
কত জল বয়ে গেছে নদী দিয়ে,
দৃষ্টির অতলে গেছে হারিয়ে বহু ইমারত,
ফিরে দেখার সময় টার গন্ধ পেলেও,
কোথাও গেছে হারিয়ে,
আর তো ফিরবে না আসবে না ফিরে।
সেই সবুজ ঘাস সেই মাটি মাঠ,
জলে ভেজা সোঁদা মাটির গন্ধ, আর নেই, কোথাও নেই!
দেশ জুড়ে শহর জুড়ে খালি,
আকাশচুম্বি অট্টালিকা বৃহৎ ইমারত।
লাল ইঁটের নোনা ধরা দেওয়াল আর নেই প্রয়োজন,
মাটিতে বসে একসাথে দুলে দুলে পড়া,
রান্না ঘরে মায়ের কাছে কম আলোয় নামতা মুখস্থ করা,
ঝগড়া খুনসুটি বিকেলে পড়ার ছুটি,
বেড়া বিনুনি বেঁধে লাল ফিতে দিয়ে,
দুধ মুড়ির সেই স্বাদ নেই কোথাও আর।
এখন তো বার্গার পিৎজার সময়,
সেই সময় খাটি ছিল মমতার আঁচলে,
ফিরে পেতে চাই বড় যে ইচ্ছা করে॥