কবিতায় দেবযানী সেনগুপ্ত

আর যদি না ফিরি
আর যদি না ফিরি,
কখনও তোমার দ্বারে,
বাতাসের শব্দ ভেবো না আমাকে,
খুঁজো না আমার নাম ধরে,
পাতার শিরশির কে,
ভেবো না আমার নিশ্বাস,
যতই বলুক বাতাস,
আমি আছি তোমার কাছে,
সে তো মিথ্যা সত্যি নয় মিছে, ফুলের সুগন্ধিকে ভেবো না,
আমার শরীরের ঘ্রাণ,
যখন ছায়া নামবে ধরপিতে,
জোনাকি দেবে আলো বাতায়নে,
নুপুর ধ্বনি শুনে ছুটে যেও না তখন,
ভুল, না না আমার নয় গো আগমন,
সন্ধ্যামণি ফুটবে যখন,
বাড়বে মায়ার খেলা,
একফোঁটা জল ফেলো না গো তুমি।
যতই আসুক মনে ব্যাথা,
থাকবো না যখন এ ধামে,
জানি, পড়বে ভীষণ আমাকে মনে,
গীতবিতানের বইখানি লয়ে,
গেও একটি গান,
শুনবো থাকি যেখানেই,
আকাশে কিম্বা ধরাধামে,
নীল আকাশের মায়া জড়িয়ে,
সবুজ ক্ষেত যখন হাসে,
আমি তখন বুনো চারা ,
দুটি পাতা মেলেছি যে,
ছোট্ট চারা দোলায় মাথা,
শুনবে তোমার করুন গান।
ডেকো না আমাকে আর,
ফিরবো না আর কখনও সবার মাঝে,
অনেক আঁধার বুকের ভেতর,
চলেছি আমি ক্লান্ত পথিক॥