কবিতায় দেবযানী সেনগুপ্ত

কদমফুল
আকাশ থেকে ঝর ঝর ঝরে,
বৃষ্টির ঝিলিমিলি ঝর্ণা,
আষাঢ়ের বর্ষা থামতেই চায় না,
টুপ টুপ টুপ জল পড়ে,
কদম ফুলের থেকে,
রাধারানী অপেক্ষা করে,
কৃষ্ণ সখার তরে কদম গাছের নীচে ।
বৃষ্টি তে ভেজা কদম ফুলে,
মৌমাছির আনা গোনা,
দারুণ সুবাসে ভরে,
চারিদিক মেতে ওঠে ।
শ্রীরাধার প্রিয় অতি কদম গাছের ফুল,
রোদ পড়লে মনে হয়,
সোনার গড়ন অতি।
মেঘ কেটে চাঁদ উঠেছে,
কদম গাছের মাথায়,
শ্রী রাধার রাগ পড়েছে,
হাসি মুখ যায় দেখা।
কৃষ্ণ সখার দেরি দেখে,
রাগে তপ্ত ছিল রাধারানী,
চাঁদের জ্যোস্নায় ভেসে গিয়ে,
হাসিতে দেখে দেখে আমার মন ভরেনি।
কদমফুলের মালা পড়ে,
সেজেছে জনমোহিনী।
সুরঞ্জিত মনোবাসনায়,
ঝুলায় ঝোলে দুজনায়,
কদম গাছের নীচে মান অভিমানের টানের পালা চলে।
কৃষ্ণ সখা বোঝে নাতো,
রাধারানীর মনের প্রেম ব্যাথা।
তাই তো, কষ্ট পায় আমার শ্রী রাধা॥