কবিতায় দীপা সরকার

এক ফোঁটা বৃষ্টি দিও
আবছা অন্ধকারে ছায়া জড়ানো অপেক্ষা,
ধোয়া আলোর আয়ু কমিয়ে দিয়ে যায়,
আমার হৃতুতে দেখা সমস্ত বিবর্তন।
আমার ভালোবাসার দেয়ালে শপথ এর এঠো
লেগে থাকে,
ক্ষয়ে ক্ষয়ে যায় প্রতিটি প্রতিশ্রুতি,
তারা কঠিন হতে পারে না।
সেদিন তোমাকে এক পলকে ভালোবেসেছিলাম,
ভিজে শরীর সাক্ষী ছিল ছিল তার সবটা,
আজও তাকিয়ে রইলে তুমি পাশে এসে বসো,
শিহরন জাগাও
শোনো; শরতের প্রথম সকালে এসো
এক ফোঁটা বৃষ্টি দিও।