T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় দেবনাথ সুকান্ত

ভ্রম
অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে ছেলেটা। কিন্তু মাছ কই? জলের নিচে মাছগুলো তাকিয়ে দেখছে, কাঁটায় বাঁধা কেঁচোটা নড়ছে। মরেনি অথচ ঝুলে আছে? ছেলেটা তাকিয়ে থেকে থেকে ক্লান্ত। এত নিস্তব্ধ জল! মাছগুলো গোল হয়ে ঘিরে আছে, ছোট বড় মাঝারি। দলপতি আসুক আগে তবে নাহয় কিছু একটা ভাবা যাবে। দলপতি যখন পিছন থেকে এসেছে সবাই সন্ত্রস্ত ভাবে পিছন ফেরে। দলপতি এগিয়ে এসে হঠাৎ থেমে যায়। একি একটা মেয়ে এভাবে কাঁটায় ঝুলে আছে? বাকি মাছগুলো দেখছে আশ্চর্য একটা মেয়ে যে। তবে তারা কি এতক্ষণ ভুল দেখেছে? একটা শ্যাওলা রঙের কাপড় পরা মেয়ে। বুকের দিক খোলা, পুরো কাপড়টাই পায়ে জড়িয়ে আছে। দলের মাঝ থেকে একটা ছোট্ট মাছ হয়তো মা বলে ভুল করে এবার এগিয়ে যাবে। সে ছুঁয়ে দেখবে। কিন্তু আসলে তো এ সব চোখের ভুলও হতে পারে। তাকে আটকাতে যাবে তার বড়দা, তাকে আটকাতে যাবে তার থেকেও বড় মাছ। ছেলেটি কি দেখবে, ফাতনা কিছুটা নড়ছে। তাহলে কেউ ঘাই মারছে। ঝাট করে তুলবে কাঁটা। কাঁটায় একটা ছোট মাছ। তার পিছনে একটা বড়। তার পিছনে অনেক। এক মাত্র শেষে যে দলপতি তার চোকের কথা অন্য।