দিব্যি কাব্যিতে দুর্লভ সরকার

লাশ

আঙ্গুলের টানে টানে বয়ে যায় সময়

ধোঁয়ায় আচ্ছন্ন থাক ভুলে যাওয়া নদী ।
পাড় ধরে হেঁটে আসে শামুকের দল,
একটা খোলোস তারা ধার দিত যদি !

মৃত্যুর আগুন ছুঁয়ে ফিরে আসে মন
আকাশের দিকে চেয়ে শীতকাল খোঁজে ।
বর্ষা ভিজিয়ে দেয় বালিশের পিঠ
চোখ তার বুক ভেবে, পাঁকে মুখ গোঁজে ।

ক্রমশ গুটিয়ে আনে পরিধির জাল ।
ঠুং করে ভেঙে যায় কাচের গেলাস ।
ধোঁয়া ছিঁড়ে ভেসে ওঠে শরীরের স্রোত,
জীবিত লিখিত থাক, আসলে সে লাশ ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।