ক্যাফে কাব্যে দীপঙ্কর সরকার

গল্পটা
গল্পটা এমনই ছিল কোলাহলের নীচে
ভস্মীভূত , বাঘের গর্জন যেন সাহসীরা
কোথায় লুকালো!
অশরীরী ছায়া হয়ে কোন অবয়বে মিশে
যেতে যেতে আবারও দুদণ্ড সোজা। কোন
বিশ্বাসে নিজেকে ফেরালো এতটা উন্মোচন।
খুব কি জরুরী ছিল মাধবীলতার সুবাসে
ক্লান্তিহীন অগোছালো। গল্পটা এমনই সাদা –
মাটা হাওয়ায় হাওয়ায় ওড়ে নিছকই কাক-
তালীয়!