দিব্যি কাব্যিতে দুর্লভ সরকার

।। মোড়ক ।।

১|
অক্ষরের অন্তরালে হারিয়ে যেতে যেতে
নিজেকে গ্রাস করে অনন্ত শূন্যতা ।
এক বুক পাথর চেপে
এক আকাশ প্রার্থনা ছুঁড়ে দিই মহাশূন্যে,
এক সমুদ্র মনের আশায় . . .
২|
আমার সমস্ত অভ্যাস
ঘাত, প্রতিঘাত, সংঘাতে
অনভ্যাসে পরিণত হয় । হয়েছিল ।
আর সেইসব অনভ্যাসের
প্রতিহিংসা চরিতার্থ হয় । হয়েছে ।
অভ্যাসের মোড়ক এঁটে …
৩|
এই কালো ঘরে একটা আলো বেচে থাকে ।
থাকে স্তব্ধ পৃথিবীর অনৈচ্ছিক গতি, কম্পমান
ধুম্রজালে গচ্ছিত থাকে – পুড়ে যাওয়া শীতের
এলো মেলো উত্তাপ । এই কালো… এই আলো…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।