কবিতায় ড.মহীতোষ গায়েন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

অধ্যাপক, সিটি কলেজ, কলকাতা,পশ্চিমবঙ্গ,ভারত। কবি,প্রাবন্ধিক,গল্পকার,
নব্বইয়ের দশক থেকে লেখালেখি।তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত
কলকাতার কড়চা
মেয়েটির কোন দোষ ছিল না
ছেলেটি অবশ্য করেছিল দোষ,
কলকাতা আছে মহা আনন্দে
কলকাতা তবুও থাকে নির্দোষ।
মোড়ে মোড়ে আছে চেকিং
আছে পুলিশ টহলদারি,
তবুও কি নিরাপদ থাকে
পথে একা রাতে নারী।
গাড়ির মধ্যে একা পেয়ে হলো
তরুণী শ্লীলতাহানি,
পুলিশ এসেও পেটি কেস দেবে
একথা আমরা জানি।
প্রতিবাদীকে পিষে দিল দোষী
হলোনা সমন জারি,
আনন্দপুরের পুলিশ বললো
এফ আই আর নিতে কি পারি?
কলকাতা থাকে কলকাতাতেই
সব দেখে,প্রশাসন নিশ্চুপ,
কলকাতার বাহারি রাতে
পোড়ে মানবতার ধূপ।
ছেলেটা কি ধর্ষক ছিল
মর্ষকামীও বটে?
প্রতিবাদে কেউ এগিয়ে এলেও
নাস্তানাবুদ জোটে।
অভিযুক্ত অধরা থাকে সময়
কেটেই যায়,
আনন্দপুরের পুলিশ এলেও
দম্পতি পায় ভয়।
শরীর মনে গভীর অসুখ
চাঁদ ওঠে ফোটে ফুল
আমরা মানুষ,মানুষ আমরা
তবুও ভাঙেনা ভুল।
অবশেষে মামলা হলো
পাঁচটি ধারার মামলা,
অমিতাভ বসু পগার পার
আবার হবে কি হামলা?
রহস্য কি কোথাও আছে
কেন হলো অনাচার?
মানবিকতার মৃত্যু দেখি
প্রত্যাশিত নয় আর।