অণুগল্পে দেবাশীষ মল্লিক চৌধুরী

এক্সপ্রেসওয়ের ধারে আলো আঁধারিতে দাঁড়িয়ে কোজাগরী ।শরীর মনে দগদগে ঘা । ভালোবাসার মানুষ তাকে পরপুরুষের হাতে সঁপে দিয়েছে । কোনো মতে পালিয়ে এসেছে সে । ঘৃণায় , লজ্জায় নিজের ওপর প্রতিশোধ স্পৃহা দাউ দাউ করে জ্বলছে ।

একটা ট্রাক তার সামনে এসে দাঁড়ায় । ড্রাইভার কেবিনের খুলেযায় দরজা । একটা লোক নেবে এসে দাঁড়ায় তার সামনে । এক হাতে অনেক গুলো একশো টাকার নোট , আর একটা হাত বাড়ানো তার দিকে । কোজাগরী অসহায় দৃষ্টিতে তাকায় তার দিকে। এক ঝটকায় লোকটা তাকে পাঁজা কোলা করে তুলে নেয় কেবিনে ।

ট্রাক ছুটছে , ছুটছে । বদলে যাচ্ছে শহর, বদলে যাচ্ছে রাজ্য । বদলে যাচ্ছে কোজাগরী ।
আকাশে অসহায় কোজাগরী চাঁদের চোখে বৃষ্টি নাবে ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।