T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় দেবাশীষ মণ্ডল

(১)

সাদা পায়রা আকাশে দেখা যাচ্ছে না…..

আকাশটা খুব কালো..!

কিছু যদি উড়ছে….
তাও মিলিয়ে গেছে………….

কালো কাক ,শুকুন অথবা চিল!

মুখ ভার আকাশেরও
বৃষ্টি যে হবেই বলা যাচ্ছে না।

কালবৈশাখী ঝড়ে সব উলোট পালোট
হলেও হতে পারে।

গাছের ডালের অন্য পাখিরা প্রহর গুনছে
কখন আকাশ পরিষ্কার হয়।

বাসাটা যে বড্ড নড়বড়ে,
যদি ভেঙ্গে যায় !

নতুন বাসা ঠোঁটের আগায়
কারিগরীর দক্ষতার ছোঁয়ায় শিল্প মাএ ।
তবু বুকে ভয় ……..পুরোনো মায়া!

সাদা পায়রা ঘুরে বেড়ায় এবাসা ওবাসায়।

কখন কালো মেঘের দূর্যোগ কাটে
পুরোপুরি ঝলমলে হয় চারপাশ।

সাদা পায়রা লুকিয়ে আছে শান্ত হয়ে-
শান্তি পেলে উড়ে যাবে নীলাকাশে।

……..

(২)

পৃথিবীটা উল্টে গেছে মনে হয়…..
কাল গুলো কেমন গোমড়ামুখো….
ঠিক সময়ে আসেনা।
চাঁদ ,সূর্য তারারা দেখছে ……
কয়েক লক্ষ আলোক বর্ষ দূরে থেকে।

ঠাকুমার পান চিবোনো পানের বাটা
আজ মিউজিয়ামের কাঁচের ঘরে
কল্পনা সাজে প্রজন্মের।

গোরুর গাড়ির ক্যাচ ক্যাচ
মিউজিক হয়ে বাদ্যযন্ত্রে স্থান নিয়েছে।

বেনীবুড়ি আর পুকুরে ডুব দেয়না
কানে জল ঢুকে যাবে……… ভয়!
পাপ পুন্য গঙ্গাজলে চুমু খেয়ে শুদ্ধ হয়।

ন্যাতা ধোপানি কাপড়ে আছাড় মারেনা।

শপিং মল; শপিং মোবাইল …….
বো বো ডাকহরকরার কাঁধে মস্ত ব্যাগে।

দাদুরা ধূতি ছেড়ে হাফ প্যান্টে ছেলেবেলায় ফিরে যেতে চাইছে।

সব মিলিয়ে পৃথিবী বদলে গেছে।
শুধু জন্ম,মৃত্যু অপেক্ষায় আছে …..

Spread the love

You may also like...

error: Content is protected !!