কবিতায় বলরুমে দেবাশীষ মণ্ডল

বসন্ত এসে গেছে
শীতের আমেজ গায়ে মেখে,
বলল শীত গায়ে ঘেঁষে।
বিদায় নিলাম বন্ধু আজিকে-
‘বসন্ত এসে গেছে’।
রামধনু রং ডালে,পালায়,
সকল গাছে।
রং রাঙিয়ে বলছে প্রকৃতি
‘বসন্ত এসে গেছে’।
কোকিল ডাকে কুহু তানে,
গাছের ডালের ফাকে বসে।
গান শুনিয়ে বলছে তারাও,
‘বসন্ত এসে গেছে’।
বসন্ত কালের ঘুম ভেঙেছে,
মন ভরে যায় তারই সাজে।
মন মাতানো খবর শুনো–
“বসন্ত এসে গেছে”।।