কবিতায় বলরুমে দেবাশীষ মণ্ডল

সময় কম
সময় খুব কম।
ঘূর্ণমান পৃথিবী
দাঁড়ানো যাবেনা কোন বিন্দুতে।
ডটকম,চন্দ্রবিন্দু চাঁদ
বর্ণ সকল শব্দ গঠনে তৎপর।
সময় নেই—
মুচকি হাসি সর্বমুখে
কৃত্রিম অকৃত্রিম মিশ্রণ প্রক্রিয়া।
অক্সিজেন ,হাড্রোজেন, পটাশিয়াম
গ্যাসময়, বাঁচা মরার রহস্য।
অজুহাত আছে—
সকলেই স্বকর্মে নিপুণ।
কেউ পান সাঁজে
আবার কেউ চুন খসায়।
ভাঙা গড়ার তফাৎ
জোয়ার ভাটায়।
সময় নেই—
এক জীবন সময় কম।