T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় দেবাশীষ মণ্ডল

টানের খেলা
টান ,টান ,টান দে রে ভাই
আমার পাকা চুলে।
বয়সটা যে এখন হলো আশি-
যেতে চাইরে ভুলে।
এক পাকাতে এক চকলেট
দু’ই ,তিনেতে আরো বেশী।
পাকা চুল যে ভাল্ লাগেনা
তুলনা যত খুশী।
বুঝলি দাদু বয়স যখন
ছিল আমার কম।
কত যে পাকা চুল টেনেছি
বলবো কি এখন।
এখন আমার দাঁত পড়েছে
গায়ে নাই জোর।
চুল টানা তো চাকরি ছিল,
বেতন ছিল মুচকি হাসি বড়ো জোর।
কত কাল কাটল জানিস-
বুড়ি গেল চলে,
পাকা চুলে টান মারার
চাকরি টাও গেলাম ভুলে।
তুই কি হবি খেলার সাথী –
খেলবি, চুল টানারি খেলা।
বুড়ি কে ভাই রাখতুম মনে-
বাঁচিয়ে রাখতুম, তারই ”টানের খেলা”।।